নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদ উপজেলায় পৃথক ব্যানারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও পিরোজপুর জেলা বিএনপির সদস্য ফখরুল আলমের নেতৃত্বে সুঠিয়াকাঠি বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিটি স্বরূপকাঠি বাজার এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফেরিঘাট সংলগ্ন স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বিএনপি থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জনপ্রিয় নেতা ফখরুল আলম অংশ নেন। তিনি বলেন, “নেছারাবাদের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। এ অঞ্চলের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি।”
ফখরুল আলম আরও বলেন, “আমরা নিজেদের ভিতরে কোনো ধরনের গ্রুপিং চাই না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর আস্থা রেখে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।” তিনি বলেন, দলের ভেতরে বিভাজন নয়, বরং তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ঐক্য ও সমন্বয়ই বিএনপিকে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা অর্জনে ভূমিকা রাখবে।
পিরোজপুর-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ফখরুল আলম জনগণের উদ্দেশ্যে তাঁর অঙ্গীকারও ঘোষণা করেন। তিনি বলেন, “আমার জীবনের মূল লক্ষ্য হলো পিরোজপুর-২ আসনের সাধারণ মানুষের কল্যাণে কাজ করা। মনোনয়ন পেলে এবং জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি এলাকাবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করব। স্বৈরাচারী আমলে অবহেলিত থাকা রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা ও অন্যান্য কাঠামোর উন্নয়ন
নেছারাবাদ, কাউখালী ও ভাণ্ডারিয়া উপজেলায় আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষক, মজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ঋণ ও ন্যায্যমূল্যে উৎপাদন সামগ্রী সরবরাহ, অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে সড়ক ও ব্রিজ নির্মাণ এবং নদী ভাঙন রোধ,তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি,বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধার সম্প্রসারণ,তিনি আরো বলেন, “আমরা জনগণের সঙ্গে আছি, থাকব। ক্ষমতায় গেলে নয়, এখনই মানুষের পাশে থেকে তাদের কষ্ট লাঘবের চেষ্টা করছি। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি অঙ্গীকার করছি—জনগণের আমানত রক্ষা করব।”
উদযাপন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে এক আলোচনা সভায় বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির কোনো বিকল্প নেই।”
স্থানীয়রা মনে করছেন, ফখরুল আলমের সরল জীবনযাপন, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে পিরোজপুর-২ আসনে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে। নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা ছিল না, বরং আসন্ন জাতীয় নির্বাচনের লড়াইয়ের এক অঘোষিত মহড়া হিসেবে দেখা গেছে।














