বার্তা৭১ডটকমঃ ‘ভিট চ্যানেল আই মডেলে’র খ্যাতি পাওয়ার আগেই স্ক্যান্ডেলে জড়িয়েছেন টপ টেনে থাকা তানজিনা আক্তার প্রিয়াঙ্কা। বার ড্যান্সার হিসেবে তার নানা কাহিনী এরই মাঝে বাজারে ছড়িয়েছে। মদের আসরে তার নৃত্যের বেশকিছু ভিডিও ফুটেজও বিভিন্ন জনের হাতে ঘুরছে। গুঞ্জন রয়েছে, শখের বশে মিডিয়ায় কাজ করতে এসে প্রিয়াঙ্কা ‘বার ড্যান্সার’ বনে গেছেন। দেশের বিভিন্ন অভিজাত হোটেলে তিনি নিয়মিত ড্যান্স শুরু করেন। সেখানকার আলো-অাঁধারিতে হারিয়ে যায় তার মিডিয়ায় কাজ করার স্বপ্ন। তবে এরই মাঝে ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় নাম লিখিয়ে স্বপ্নের সিঁড়ির খুব কাছাকাছি চলে এসেছেন প্রিয়াঙ্কা। কিন্তু তার অতীত জীবনের নানা স্ক্যান্ডেল এখন সে পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ‘ভিট চ্যানেল আই টপ মডেল-২০১২’ এর পরিচালক রায়হান খান বলেন, ‘ফটোজনিক ফেস, ফিগার, হাইট ও শিক্ষাগত যোগ্যতার বিচারে টপ মডেল নির্বাচন করা হয়। কিন্তু কারো কোনো স্ক্যান্ডেল থাকলে তা মডেল নির্বাচনের জাজমেন্টের উপর প্রভাব পড়ে। প্রিয়াঙ্কার কোনো স্ক্যান্ডেল তিনি শোনেননি দাবি করে রায়হান খান বলেন, এ ব্যাপারে কোনো তথ্য পেলে তারা অবশ্যই তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।