বার্তা ৭১ ডট কমঃ মিডিয়ার চোখ এড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও আদিত্য চোপড়া আর রানি মুখার্জির প্রেম-কাহানি চাপা থাকল না পাপারাজ্জিদের কাছে।
বহুদিন ধরেই তাদের সম্পর্ক লুকিয়ে রেখেছেন সযত্নে। তবে এইবার তা প্রকাশ্যে আসে তাদের লন্ডন সফরের সময়।
স্থানীয় কিছু রেস্তোরাঁ ও দোকানে আদিত্য চোপড়াকে তার হবু স্ত্রীর সঙ্গে দেখেন এক স্থানীয় সাংবাদিক। সূত্রে খবর, রানিকে খুশি করার জন্য তাকে একটি রোমান্টিক `ডেট` উপহার দেন আদিত্য। সেইখানে নাকি তারা একান্তে বেশকিছুটা সময়ও কাটান।
চোপড়া পরিবারও রানিকে ইতিমধ্যেই তাদের পুত্রবধূ বলেও মেনে নিয়েছেন। আদিত্য আর রানির বিয়ের কথাও শোনা গেলেও, `আইয়া` রুপোলী পর্দায় প্রকাশ পাওয়ার আগে দুই পরিবারই বিয়ের ব্যাপারে মুখ খুলতে নারাজ।