বার্তা ৭১ ডট কমঃ আজ শনিবার টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনিসটিটিউট এবং লন্ডনে অবস্থিত কনসালট্যানসি ফার্ম ভিসা ওয়ার্ল্ড সল্যুশান, টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনিসটিটিউট, ঢাকা ক্যাম্পাস এ UK Student admission spot assessment এর আয়োজন করা হয়েছিল। প্রতিনিধিগন এর উপস্থিতিতে সরাসরি spot assessment এর প্রক্রিয়া করেছেন Dagina Shakiryanova।
ভিসা ওয়ার্ল্ড সল্যুশান এবং টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনিসটিটিউট এর CEO জনাব জসিম উদ্দিন ও শফিউল আলম তারেক উপস্থিত ছিলেন।
আগামিকাল রবিবার সিলেট হান্নান ম্যানশন,রিকাবি বাজার টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনিসটিটিউট এ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত spot assessment প্রক্রিয়া চলবে।
সোমবার ১৬/০৭/২০১২ ইং তারিখে এম কে মুজিব রোডে চট্রগ্রাম আর্কিড বিজনেস হোটেলে একইভাবে spot assesment এর আয়োজন করা হয়েছে ।