বার্তা৭১ডটকমঃ শ্রমিকদের বেতন ভাতা বাড়িয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাটেঙপো- ২০১২ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
শেখ হাসিনা বলেন, মোট রফতানি আয়ের ৮০ শতাংশ আসে গার্মেন্টস থেকে। এ খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করছে। যার মধ্যে ৮০ শতাংশই নারী।
তিনি বলেন, শ্রমিকরা কখনো নিজ কারখানায় আগুন লাগাতে পারে না। কারণ ওই শিল্পই তাদের জীবিকার উৎস। তাই কারখানায় সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রেখে কাজ করার দায়িত্ব শ্রমিকদেরই।
তিনি বলেন, গার্মেন্টস শিল্পকে আরো সুষ্ঠুভাবে গড়ে তোলার প্রয়োজন। ইতিমধ্যে গার্মেন্টস পল্লী করার উদ্যোগ হাতে নেয়া হয়েছে। তিনি উদ্যোক্তাদের গার্মেন্টস শিল্পকে আরো বেগবান করার আহ্বান জানান।