ঢাকা, ১ জানুয়ারি,(বার্তা৭১ ডটকম): সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার সাংবাদিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি চলছে। সকাল পৌনে ১২টায় জাতীয় প্রেসক্লাব থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ যাত্রা শুরু হয়। কর্মসূচির আয়োজনে রয়েছেন ঢাকা রিপোটার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। এতে যোগদিয়েছেন কয়েকশ সংবাদ কর্মী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি আবদুস শহিদ, ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, শাবান মাহমুদ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, এ বছরের ১০ ফেব্রুয়ারি গভীর রাতে রাজাবাজারে নিজ ফ্ল্যাটে খুন হন এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি ও তার স্বামী মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার। এ ঘটনাকে সামনে রেখে সারাদেশে সাংবাদিকদের ওপর বিভিন্ন নির্যাতন বন্ধের দাবিতে সাংবাদিকরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন।