বার্তা৭১ ডটকমঃ ‘আমি যখন ক্যামারের সমনে নগ্ন হয়ে ফটোশুট করি তখন নিজের ভিতরের ক্ষমতাটাকে খুঁজে পাই। কারণটা আসলে যখন কোনো নগ্ন ফটোশুট করা হয়, সবসময়ই তার নেপথ্যে থাকে ক্ষমতায়ন’। মনটাই মন্তব্য করেছেন সুপার মডেল-অভিনেত্রী রোজি হানটিংটন। তার ভাষায়, ‘নিজের শরীর মেলে ধরার মধ্যেই আছে আসল ক্ষমতা।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোজি বলেন, ক্যামেরার সামনে যখন একজন নারী নগ্ন হয়ে নিজেকে প্রকাশ করতে পারেন তখন তিনি নিজের ক্ষমতাকে সকলের সামনে তুলে ধরতে পারেন।
এই ক্ষমতাকে নিজের মধ্যে ফুটিয়ে তুলতে বরাবরই চেষ্ঠা করেন রোজি। তাই প্রতিটি ছবিতে ফুটে ওঠে আত্মবিশ্বাস।
২৮ বছর বয়সি এই সুপারমডেল আরো বলেন, ‘মেয়েরা যখন ব্যাকলেস পোশাক পরে, তখন বলা হয় নারীর মর্যাদাহানী করা হচ্ছে। কিন্তু জেনে রাখা দরকার সব মেয়েরাই অন্তর্বাস পরেন’।
এমন সব বিতর্কিত মন্তব্য করে পেজ-থ্রির শিরোনামে উঠে এসেছেন ট্রান্সফরমার তারকা রোজি।