বার্তা৭১ ডটকমঃ লিওনেল মেসির জোড়া গোলে স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে ‘সি’ গ্রুপে থাকা কাতালানরা বুধবার রাতে গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচটি জিতে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের টিকেট নিশ্চিত করেছে। প্রথম পর্বে ঘরের মাঠে সেল্টিকের বিপক্ষে ৭-০ গোলে জেতা ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি।
অন্য ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে ম্যানচেস্টার সিটি ড্র করায় গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। জার্মান ক্লাবটির মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে সিটি।
গ্ল্যাসগোর সেল্টিক পার্কে ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত। আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াইয়ের আভাসে প্রথম পাঁচ মিনিটে ভালো দুটি আক্রমণ করে স্বাগতিকরা; কিন্তু ডি বক্সে খেই হারিয়ে ফেলে। তবে একটানা আক্রমণ করে যাওয়া বার্সেলোনা সাফল্য পায় ২৪তম মিনিটে। বাঁ-দিক থেকে সময় নিয়ে উঁচু করে ডি বক্সে বল পাঠান নেইমার আর ক্ষিপ্র মেসি রক্ষণ ভেঙে ভিতরে ঢুকে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন।
৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন নেইমার। রক্ষণের ভুলে ডি বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন তিনি; কিন্তু শট না নিয়ে সামনে বল বাড়ান, সতীর্থরা কেউ ছিল না সেখানে। পাল্টা আক্রমণে সুযোগ পেয়েছিল সেল্টিক। ফরাসি ফরোয়ার্ড মুসা দেম্বেলে জোরালো শট বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগান।
৪১তম মিনিটে লুইস সুয়ারেসের জোরালো হেড দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন স্কটিশ গোলরক্ষক ক্রেইগ গর্ডন।
দ্বিতীয়ার্ধের শুরুতে কয়েক মিনিটের ব্যবধানে সমতায় ফেরার দারুণ দুটি সুযোগ হারায় সেল্টিক। হাভিয়ের মাসচেরানোকে কাটিয়ে ক্যালাম ম্যাকগ্রেগরের জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান টের স্টেগান। এরপর ছয় গজ বক্সের সামনে থেকে দুর্বল হেডে গোলরক্ষকের হাতে বল তুলে দেন জেমস ফরেস্ট।
৫৫তম মিনিটে ডিফেন্ডার এমিলিও আর্তুরো নিজেদের ডি বক্সে লুইস সুয়ারেসকে টেনে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সেলোনা। তা থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসির এটি নবম গোল। চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোল হলো ৯২টি। আর জাতীয় দল ও ক্লাবের হয়ে এ মৌসুমে তার গোল হলো ১৮ ম্যাচে ২০টি।