বার্তা৭১ ডটকমঃ
আগামী বছরের জন্য সাধারণ ও নির্বাহী মিলিয়ে ২২ দিন ছুটি নির্ধারণ করে সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০১৭ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেয়া হয়।
দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
তিনি জানান, সরকারি ছুটির জন্য প্রতিবছর মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বাংলা একাডেমি, ধর্ম মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের মতামত নিয়ে এ ছুটির তালিকা উপস্থাপিত হয়।