বার্তা৭১ ডটকমঃ
সীমান্তে জঙ্গিদের হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এরই ধারাবাহিকতায় মেয়েদের আইসিসি চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলায় ভারতের ছয় পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। এ জের ধরেই আইসিসির সঙ্গে সরাসরি সংঘাত বেঁধেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।
বিসিআইসি হুমকি দিয়েছে বলেছে, আইসিসি এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে তার ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না।
সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে কূটনাতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ ভারতীয় সেনা জওয়ানরা শহিদ হচ্ছেন। ফলে এখন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলার মানসিকতা নেই। আইসিসি পুরো ব্যাপারটাই জানে৷ আইসিসি চেয়ারম্যান জানেন যে, এর জন্য সরকারের অনুমতি প্রয়োজন। তা সত্বেও কেন এমনটা করা হল সেটাই জানতে চান বোর্ড কর্তারা৷
বিসিসিআইয়ের এক বোর্ড কর্মকর্তা বলেন, ‘এখন তো মনে হচ্ছে, মনোহরের বিসিসিআই-বিরোধী মনোভাব বদলে গিয়ে হয়েছে ভারত-বিরোধী মনোভাব। সাবেক বোর্ড প্রেসিডেন্ট হিসেবে উনি তো জানেন পাকিস্তানের সঙ্গে গত বছর ছেলেদের সিরিজটা কেন হয়নি। তারপরও মেয়েদের এভাবে পয়েন্ট কেটে নেয়ার মানে কী? তার মানে কি উনি দেশের মানুষের আবেগকে একটুও পাত্তা দেন না?’