চট্রগ্রাম উত্তর জেলা ছাএলীগের সভাপতি ইরানের সভাপতিত্তে ও সাধারন সম্পাদক তৈয়ব এর পরিচালনায় আসছে ১৭ই মে জননেএী শেখ হাসিনার স্বদেশ প্রত্তাবত্তন দিবস ও মায়ানমারের সাথে বাংলাদেশের সুবিশাল বিজয়কে কেন্দ্র করে ছাত্র গনসম্বরধনাকে উপলক্ষ করে এক গঠনমূলক মত বিনিময় সভা অনুষঠীত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলিগের বিপ্লবী সহ-সভাপতি ও চট্রগ্রাম উত্তর জেলা ছাএলীগের দায়িত্ত প্রাপ্ত নেতা মহিউদ্দিন ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক মোঃ মহসিন আলম খান এবং উপস্থিত নেত্রিবৃন্দের প্রতি বাঙালি জাতির স্বপ্ন দ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাএলীগের গৌরবময় ইতিহাস সম্পর্কে আলকপাতের মধ্য দিয়ে এক গঠণমৃলক বক্তব্বের অবতারনা করেন।
এ ছাড়াও মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য টিপু, চট্রগ্রাম উত্তর জেলা ছাএলীগের সহ-সভাপতি বাবু, সহ- সভাপতি মামুন এবং যুগ্ম সাধারন সম্পাদক জাবেদ।