বার্তা৭১ ডটকমঃ
রাজশাহী কিংসকে ১৭ রানে হারালো বরিশাল বুলস। ১৬২ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে রাজশাহী ১৪৪ রান সংগ্রহ করে।
রাজশাহীর পক্ষে এস আর প্যাটেল সর্বোচ্চ ৬২ রান করেন। বল হাতে বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন এমিরিত।
সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ৩৬তম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী।
১১ ম্যাচের ৭টিতে হেরে বরিশাল বুলসের পয়েন্ট ৮। অন্যদিকে একই ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে রাজশাহী। ১০ পয়েন্ট নিতে তারা এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে। সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিবের ঢাকা, ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে তামিমের চিটাগাং। আর ১২ পয়েন্ট নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা রয়েছে তিনে।