বার্তা৭১ ডটকমঃ
তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের সাথে বৈঠকে বসতে পারেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভারতীয় সেনা বাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর কলকাতার ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, কলকাতা সফরের ফাঁকেই নবান্নে গিয়ে মমতার সাথে দেখা করে আসাদুজ্জামান খান কামাল তিস্তার অগ্রগতি নিয়ে কথা বলবেন।
তিস্তা পানি বন্টন চুক্তির বিরোধীতা করে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গী হননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বাতিল হয় তিস্তা পানি বন্টন চুক্তি। দুই দেশের সম্পর্কেও তার প্রভাব পড়ে। এরপর তিস্তা দিয়ে অনেক পানি প্রবাহিত হলেও এই চুক্তির বিষয়ে কোনো অগ্রগতি হয় নি।
মমতা চান পানির উৎস এবং পশ্চিমবঙ্গে তিস্তায় প্রবাহিত পানির মরশুমওয়াড়ি পরিমাণের মতো গুরুত্বপূর্ণ তথ্য সবিস্তারে জেনে তবেই বাংলাদেশের সাথে পানিবন্টনের অনুপাত ঠিক করা হোক। যাতে রাজ্যের কৃষকরাও পানি থেকে বঞ্চিত না হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চাইছেন বিষয়টি নিয়ে মমতার সাথে বৈঠক করে সমস্ত স্বার্থ বজায় রেখে এই চুক্তি নিয়ে মমতার আপত্তি যাতে দূর করা যায়। সূত্রে খবর, তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাথে নতুন করে আলোচনা শুরু করতে চায় ভারত সরকারও।
আগামী বছরেই উত্তরপ্রদেশ, পাঞ্জাবে বিধানসভার নির্বাচন। নির্বাচন শেষ হলেই এ বিষয়ে মমতার সাথে কথা সেরে ফেলতে চায় মোদির সরকার।