বার্তা৭১ ডটকমঃ লাওসের বিপক্ষে দীর্ঘ ১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে খেলতে নেমে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালের অক্টোবরে সর্বশেষ ম্যাচ খেলে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে সেই ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।
বাংলাদেশের জালে লাওস প্রথমে দুই গোল দিয়ে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষের দিকে দুই গোল করে হার এড়ায় লাল-সবুজের দল।
ভিয়েনতিয়েনে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় বাংলাদেশ-লাওস ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধের ৩০ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আরো এক গোল করে লাওস বড় হারের শঙ্কায় ফেলে দেয় বাংলাদেশকে।
কিন্তু দ্বিতীয়ার্ধটা বাংলাদেশ পুরোপুরি নিজেদের করে নেয়। ম্যাচের ৮২ মিনিটে প্রথম গোল করে ব্যবধান কমায় লাল-সবুজের জার্সির দল। যোগ করা সময়ে দারুণ গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ড্র দিয়ে শুরু করা বাংলাদেশ দলের কোচ অ্যান্ড্রু অর্ডের অভিষেকটা ভালোই হয়েছে বলেতে হবে।