বার্তা৭১ ডটকমঃ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে কার্যত আইপিএল স্বপ্ন ফিকে হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ানসের। সেই ম্যাচেও খেলানো হয়নি বাংলাদেশ বোলিং বিস্ময় মোস্তাফিজুর রহমানকে। প্লে অফে খেলতে হলে এখন বাকি ৬ ম্যাচের সবকটিতেই জিততে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
স্বাভাবিকভাবেই এমন দশা হওয়ার পর মুম্বাই বোলিং কোচ শেন বন্ডকে কাঠগড়ায় দাঁড় করালেন সঞ্জয় মাঞ্জেরেকার। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটারের মতে, মোস্তাফিজকে একাদশে না নেয়াতেই ফের পরাজয়ের মালা গলায় পরতে হয়েছে মুম্বাইকে। এমন উইকেটে অনেক কার্যকরী হতে পারতেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার।
মাঞ্জেরেকার বলেন, এ ধরনের পিচে আপনাকে মোস্তাফিজের মতো বোলারকে আনতেই হতো। ম্যাকক্লেনাঘান শেষ ওভারে বেশি রান দিয়েছে বলে আমি এটি বলছি না। সেও অনেক ভালো বোলিং করে। তবে দুজনের মধ্যে দ্য ফিজই আদর্শ চয়েস।
প্রায় একই সুরে সুর মিলিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিডস্টার শন টেইট। ভুল মনে না করলেও তিনিও মোস্তাফিজের হয়ে ঢাল ধরেছেন। তিনি বলেন, মুম্বাইয়ের জন্য এ তরুণ ছিল আরো ভালো অপশন।