বার্তা৭১ ডটকমঃ রাজধানীর আরামবাগে পিকআপের ধাক্কায় শাওন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে আরামবাগ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাওন ফকিরাপুলের আরামবাগ এলাকার লিটন মিয়ার ছেলে।
শাওনের স্বজনরা জানান, আরামবাগ মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ শাওনকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ভোর ৪টার দিকে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ বক্সের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।