ঢাকা, ১৪ মে: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণমিছিল সোমবার অনুষ্ঠিত হবে। বিকেল চারটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হবে। শেষ হবে মগবাজার মোড়ে এসে।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ গুম হওয়া সব নেতা-কর্মীকে ফেরত দেওয়া ও ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
গণমিছিলে ১৮ দলের শরিকদের সাধ্যমতো অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছে বিএনপি। তাদের উপস্থিতি নিশ্চিত করতে শরিক দলগুলোকে ব্যানার ও ফেস্টুন বহনের কথা বলা হয়েছে। গণমিছিল কর্মসূচিকে সফল করতে বিএনপি ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।
ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম জানান, গণমিছিল করতে ঢাকা মহানগর পুলিশের অনুমতি পাওয়া গেছে। এটা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি। বড় জমায়েত ঘটাতে শরিক দলগুলোকে সাধ্যমতো জনসমাগম ঘটানোর জন্য বলা হয়েছে। কর্মসূচিতে বিএনপি ও অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।