বার্তা৭১ ডটকমঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় রায় আগামী ২৯ অক্টোবর ঘোষণা করা হবে।
রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরান কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকা ৫ নং বিশেষ জজ আখতারুজ্জামান মঙ্গলবার এ দিন ধার্য করেন।
এই মামলার কয়েকটি ধার্য তারিখে আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন না করায় বিচারের এ অংশটি বাদ দিয়েই রায়ের তারিখ নির্ধারণের জন্য আদালতে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।
জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।