বার্তা৭১ ডটকমঃ শুক্র ও শনিবার হামাস দুই শতাধিক রকেট হামলা চালিয়েছে বলে অভিযোগ করে ইসরায়েল। পাল্টা জবাবে তারাও গাজায় বোমা হামলা শুরু করে। এতে এক অন্তঃস্বত্তা নারী ও তার শিশু নিহত হয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। বরং ইসরায়েল অভিযোগ করে বলেছে এই মৃত্যুর জন্য দায়ী হামাস।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রোনেন ম্যানেলিস এক টুইট বার্তায় বলেন, ‘সন্ত্রাসী সংগঠনটি ইসরাইলের বিরুদ্ধে জঘন্য প্রপাগাণ্ডা চালাচ্ছে। গাজায় ইসরাইলের হামলায় যে মা ও মেয়ের নিহত হওয়ার অপপ্রচার চালাচ্ছে, তারা হামাসের ব্যবহৃত অস্ত্রের আঘাতেই নিহত হয়েছেন।’
শুক্রবার ও শনিবার ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় এক ইসরায়েলি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার গাজায় তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর অফিসে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। অপরদিকে গাজায় ইসরায়েলের হামলাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, আত্মরক্ষা ও কেউ হামলা করলে তাকে হামলা করার অধিকার রয়েছে ইসরায়েলের।