বার্তা৭১ ডটকমঃ মেজর (অব.) সিনহা হত্যা মামলায় আরও তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তারা হলেন- মো. নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিসবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তারা সিনহা হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত। তাই আটকের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
আটক মো. নুরুল আমিন টেকনাফের মারিশবুনিয়ায় কমিউনিটি পুলিশ সদস্য। গত ৩১ জুলাই মেজর (অব.) সিনহা হত্যাকান্ডের পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করে।
ওই মামলায় টেকনাফ থানার উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিত বলেন, কমিউনিটি পুলিশের সদস্য নুরুল আমিন সে রাতে মুঠোফোনে ফাঁড়ির ইনচার্জকে জানান, কয়েকজন ডাকিত পাহাড়ে ছোট ছোট টর্চ লাইট জ্বেলে এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। এরপর নিজামউদ্দিন মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দেন ও গ্রামবাসীকে একত্রিত হতে বলেন। তাঁরা নেমে এসে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার যাওয়ার সময়, নুরুল আমিন ফোনে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলীকে খবর দেন।
গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের টেকনাফের বাহিরছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা।
এই ঘটনার পর পুলিশের দায়ের করা দুটি মামলায় আটক হওয়া এই তিন ব্যক্তির নাম সাক্ষী হিসেবে রয়েছে।
তবে সিনহার বোনের দায়ের করা মামলায় আসামির তালিকায় তাদের নাম নেই।