বার্তা৭১ডটকম (১৫ মে ২০১২) : টেলিফোন শিল্প সংস্হার দোয়েল ল্যাপটপ ব্র্যান্ড এবারে বাজারে নিয়ে দোয়েল ট্যাবলেট পিসি। খবর দোয়েল ল্যাপটপ ওয়েব। দোয়েল ল্যাপটপ ব্র্যান্ডের ১০ হাজার টাকা মুল্যের ল্যাপটপ উত্পাযদন দু মাস আগে বন্ধ হয়ে যাওয়ায় এবার তারা ট্যাবলেট পিসির দিকে ঝুকছে। এর মুল্য ১০০ ইএস ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। এতে থাকছে এন্ড্রয়েড ৪.০ অপারেটিং সিস্টেম, ৫১২ র্যাম ও গিগাহার্টজ সিপিউ। ট্যাবলেট পিসি উত্পািদনের পূর্বে ট্যাবলেট এর বিভিন্ন দিক সম্পর্কে মতামতও চেয়েছে টেলিফোন শিল্প সংস্হা। জুলাইয়ে শেরেবাংলা নগরস্হ টেলিফোন ভবনসহ সারাদেশে এই ট্যাবলেট পিসি পাওয়া যাবে।