বার্তা৭১ডটকম (১6 মে ২০১২) : হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতারা আত্মসমর্পনের পিটিশন করে জামিন আবেদন করেছেন। বুধবার বেলা ১২টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।গত ১৩ মে এ মামলার জন্য গঠিত হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের তৃতীয় বেঞ্চ (একক বেঞ্চ) ফখরুলদের ১৬ মের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
এর আগে গত ৭ মে আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলীয় জোট নেতাদের জামিনের আবেদন করা হলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত ৯টা ৫ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হরতালকারীরা।
এ ঘটনায় তেজগাঁও থানা পুলিশের উপপরিদর্শক ইসমাইল মজুমদার বাদী হয়ে দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৪ নেতাকর্মীকে আসামি করা হয়।