বার্তা ৭১ ডটকমঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত ৩ টি বই পড়তে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংযুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমি ছাত্রলীগকে বলবো বঙ্গবন্ধুর লিখিত অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন বইগুলো পড়তে। তাহলে তারা রাজনীতি শিখতে ও বুঝতে পারবে।
তিনি বলেন,ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। সারাবিশ্ব বাংলাদেশকে ভিন্নভাবে দেখে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। করোনার কারণে হয়তো আমরা একটু থমকে গেছি, শিগগিরই এ সমস্যা কাটিয়ে আমরা সমনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
এর আগে ৪টা ১৯ মিনিটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধানমন্ত্রী।