বার্তা৭১ ডটকমঃ ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ওই সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি ইরানের পরমাণু সমঝোতা নিয়ে নতুন আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর ইরান ইস্যুতে এই প্রথম জো বাইডেন ট্রাম্প প্রশাসনের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করলেন।
বাইডেনের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি চিঠি দিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রিচার্ড মিলস। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদকে দেওয়া তিনটি চিঠি প্রত্যাহার করছে ওয়াশিংটন।
ওই তিন চিঠির মাধ্যমে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল যে, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে ওয়াশিংটন। ট্রাম্পের ওই সিদ্ধান্ত বাতিল সংক্রান্ত মার্কিন রাষ্ট্রদূতের চিঠির একটি কপি বার্তা সংস্থা এপি-র হাতে পৌঁছেছে। নিরাপত্তা পরিষদকে লেখা ওই চিঠিতে মিলস বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার সিদ্ধান্ত বাদ দিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল ওয়াশিংটন। কিন্তু তা আর পুনরুজ্জীবিত হচ্ছে না।
২০১৫ সালে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি হয়েছিল। ওই চুক্তির শর্ত অনুযায়ী, তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনার পাশাপাশি আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক প্রকল্প এলাকায় প্রবেশ করতে দেবে বলে একমত হয়েছিল। এর বিনিময়ে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হয়।
ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওবামা আমলে। তবে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের পর এ ইস্যুতে কঠোর অবস্থানে যান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে নতুন একটি চুক্তিতে আসার জন্য আলোচনা করতে চাপ দেন। একইসঙ্গে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।
২০১৮ সালে ট্রাম্প প্রশাসন আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বের করে নিলেও বাকি দেশগুলো সমঝোতা বহাল রাখে। অন্যদিকে নির্বাচনি প্রচারণায় ইরানের পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। বৃহস্পতিবার ট্রাম্পের ইরানবিরোধী দুই সিদ্ধান্ত বাতিলের মধ্য দিয়ে দৃশ্যত সেই পথেই হাঁটছেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও জানিয়েছেন, ইরান চুক্তি মেনে চললে বাইডেন প্রশাসনও সমঝোতায় ফিরতে চায়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইরান কঠোরভাবে চুক্তি মেনে চললে ওয়াশিংটনও একই কাজ করবে এবং এ বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনায় বসবে। সূত্র: পার্স টুডে, রয়টার্স।