বার্তা৭১ ডটকমঃ চলমান ইউরো কাপের অন্যতম ফেভারিট ফ্রান্স। প্রথম ম্যাচে জর্মানির বিপক্ষে যে দুর্দান্ত ফুটবল খেলে জয় তুলে নিয়েছে তারা, এবার বড় সাফল্য পাবে তারা, তা ধরে নিয়েছেন অনেকেই। গতিময় ফুটবল খেলা সেই ফ্রান্স কি না হাঙ্গেরির কাছে হারতে বেসেছিল। শেষ পর্যন্ত কোনোমতে ড্র করে মাঠ ছাড়ে ফ্রান্স।
শনিবার ‘এফ’গ্রুপে ফ্রান্স-হাঙ্গেরির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। বিরতির ঠিক আগে ফিওলা গোল করে এগিয়ে দেন হাঙ্গেরিকে। প্রথমার্ধের ইনজুরি সময়ে এই গোলটি করেন তিনি।
পুসকাস স্টেডিয়ামে ম্যাচের প্রথম ১০ মিনিট হাঙ্গেরি দাপট দেখায়। তার পরই বল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ফ্রান্স। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। এমবাপ্পে ও করিম বেনজেমা সহজ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন।
বিরতির ঠিক আগে হাঙ্গেরি এগিয়ে যায়। ন্যাগির এরিয়ালের ক্রসে চমৎকার হেডে ফিওলা লক্ষ্যভেদ করেন।
বিরতির পর অন্য এক ফ্রান্সকে দেখা যায়। ৬৬ মিনিটে এমবাপ্পের পাস থেকে সমতা ফেরান গ্রিজম্যান। এমবাপ্পের গড়ানো সেন্টার ক্লিয়ার করতে পারেননি ওরবান। ফাঁকায় দাঁড়ানো গ্রিজম্যানের বাঁ পায়ের শটে হাঙ্গেরির জালে বল পাঠন। সমতা ফেরায় ফ্রান্স।