ঢাকা, ৩১ মে: পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়া কারওয়ান বাজার হাতিরঝিল-তেজগাঁও বেগুনবাড়ী শিল্প এলাকায় রাস্তার জমি প্লট হিসেবে বরাদ্দ নেয়ায় চ্যানেল আই, সকালের খবর, আমার দেশ পত্রিকার প্রকাশক ও ব্যবসায়ী আজম জে চৌধুরীসহ ২০ জনকে তলব করেছেন হাই কোর্ট।
সরকারের কাছ থেকে তেজগাঁও এলাকায় পাওয়া প্লট মালিকদের তালিকা আদালতের আদেশ অনুযায়ী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাখিল করার পর হাই কোর্ট তাদের তলব করেন। ১২ জুন তাদের আদালতে হাজির হতে হবে।
বৃহস্পতিবার হাই কোর্টের বিচারক এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারক জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈতবেঞ্চ এ আদেশ দেন।
৩১ মে বৃহস্পতিবারে আদালতে ওই তালিকাটি উপস্থাপন করেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বিএম আলতাফ হোসেন।
শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আদালতে পিক এন্ড চুজের একটি অভিযোগ ছিল। আজকের তলবের মাধ্যমে প্রমাণিত হল আদালত সবার জন্য সমান।”
আদালতে উপস্থাপিত তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের (চ্যানেল আই) পক্ষে পরিচালক, সাপ্তাহিক রোববারের পক্ষে সাজু হোসেন, এনটিভির পক্ষে এম এনায়েতুর রহমান, দৈনিক খবরপত্রের পক্ষে হাফিজ ইব্রাহিম, বাংলাদেশ টেলিকম লিমিটেডের পক্ষে এম শাহজাদ আলী, দৈনিক আমার দেশের পক্ষে হাশমত আলী, ডাইপার লিমিটেডের পক্ষে মোহাম্মদ লুতফর রহমান, রুপালী সুয়েটার্সের পক্ষে আতিক উল্লাহ, অটো ফ্লাওয়ার মিলস এর পক্ষে বি ইউ চৌধুরী, আশা পলি এন্ড প্যাকেজিং এর পক্ষে নাসির উদ্দিন আহাম্মেদ, শ্যামটেক্স লিমিটেডের পক্ষে শাহ আলম, মেসার্স রয়েল ফিলিং স্টেশনের পক্ষে মাশফিকুল হক, জাহিদ ট্রেডার্স এন্ড স মিলসের পক্ষে রুহুল আমিন ভূইয়া, চ্যানেল ওয়ানের পক্ষে গিয়াস উদ্দিন আল মামুন, শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের (বাংলাভিশন) পক্ষে আব্দুল হক, ব্রার্দাস গামেন্টস লিমিটেডের পক্ষে আমিনুল ইসলাম, গ্রীণ ওয়েজ ইন্ডাস্ট্রিজের পক্ষে আজম জে চৌধুরী, দৈনিক সকালের খবরের পক্ষে বেগম তাহমিনা শওকত, দৈনিক পথযাত্রার পক্ষে কে এম সহিদ উল্লাহ, দৈনিক পূর্বাভাসের পক্ষে এ ওয়াই মো.কামাল, প্যাসিফিক কেমিক্যালস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক, ফোকাস ফ্যাশন লিমিটেডের পক্ষে নাজমা ইসলাম, যায় যায় দিনের পক্ষে শফিক রেহমান ও উম্মে খান ফ্যাশন লিমিটেডের উম্মে জে খান।
এর আগে একই ঘটনায় দুই সাবেক প্রতিমন্ত্রী, নাজমা ইসলাম ও মুশফিকুল হক এবং শফিক রেহমানকেও তলব করেছিল হাই কোর্ট। তারা ২২ মে আদালতে হাজির দেয়ার কারণে এবং জেলে থাকায় গিয়াসউদ্দিন আল মামুনকে ১২ জুন আদালতে হাজির হতে হবে না।
এর আগে গত ২২ মে কয়েকটি আদেশ দেন। আদেশের মধ্যে ছিল তেঁজগাও শিল্প এলাকায় প্লট বরাদ্দে কোনো অনিয়ম হয়েছে কি না তার তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে মন্ত্রী পরিষদ সচিবকে বলা হয়।
কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং আইন সচিব অন্তর্ভুক্ত থাকবেন। প্লট বরাদ্দে কোনো দুর্নীতি হয়েছে কি না তা তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে।
ওই এলাকায় কারা সরকারের কাছ থেকে প্লট বরাদ্দ পেয়েছেন তাদের নামের তালিকা জমা দিতে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছে আদালত।
এসব তদন্ত প্রতিবেদন এবং তালিকা ১৫ই জুলাইয়ের মধ্যে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। এসময়ের মধ্যে শফিক রেহমান, কামরুল ইসলাম ও জিয়াউল হককে তাদের ঢাকার সম্পত্তির হিসাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে ‘স্প্রেকট্রাম রেডিও দুর্নীতির’ তদন্তের সর্বশেষ অবস্থা জানাতে বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে।
কারওয়ান বাজার হাতিরঝিল-তেজগাঁও বেগুনবাড়ী প্রকল্পের পাশে প্লট বরাদ্দে অনিয়মের তথ্য তুলে ধরে দৈনিক কালের কণ্ঠ ও সমকালে প্রকাশিত প্রতিবেদন আদালতে উপস্থাপন করলে হাই কোর্ট স্বঃপ্রণোদিত হয়ে গত ৯ মে সাবেক প্রতিমন্ত্রী মেজর অব কামরুল ইসলাম ও জিয়াউল হক জিয়াকে তলব করে। পরে গত ১৬ মে শফিক রেহমানকেও তলব করেন আদালত।