বার্তা৭১ ডটকমঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে তালেবানও নেই, জঙ্গিও নেই। তবে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী আছে।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল আছে তবে তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।
তিনি বলেন, তালেবানরা বিভিন্ন পরাশক্তির হাত ধরে আফগানিস্তানে ক্ষমতায় এসেছে। তবে কাবুল আমাদের থেকে অনেক দূরে তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই। বর্তমানে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ।
আরও পড়ুন: থ্রিলার লেখক আবদুল হাকিম আর নেই
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।\