ঢাকা, ১০ জুন: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আহুত জনসমাবেশে মৌখিক অনুমতি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। রোববার সকালে কমিশনারের সঙ্গে দেখা করার পর বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক একথা জানান।
জয়নুল ফারুক জানান, আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য মৌখিক অনুমতি দিয়েছেন। একই সঙ্গে কমিশনার বলেছেন, কিছুক্ষণের মধ্যে লিখিত অনুমতি দেয়া হবে।
জয়নুল ফারুক বলেন, “কমিশনার বলেছেন ১২ মার্চ যে স্থানে যেভাবে সমাবেশ করেছেন একইভাবে সমাবেশ করতে পারবেন।
বিএনপির পক্ষ থেকে কমিশনারকে নিশ্চিত করা হয়েছে সমাবেশে কোনো নাশকতা হবে না। পুলিশ কমিশনার বলেছেন, আমরাও শান্তিপূর্ণ সমাবেশে আপনাদের সহযোগিতা করবো।
উল্লেখ্য, গত ১২ মার্চ নয়াপল্টনের মহাসমাবেশ থেকে ১১ জুনের সমাবেশের ঘোষণা দেন জোটনেত্রী খালেদা জিয়া। তিনি সরকারকে তিন মাসের আল্টিমেটাম দেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য। তিন মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার পুনবহাল না করায় সোমবার এই সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন খালেদা জিয়া।