জি-২০ সম্মেলনে যোগ দেয়া বিশ্বনেতারা অবস্থান করেছেন যৌন উদ্দীপক এক হোটেলে। এ নিয়ে সমালোচনার শেষ নেই। তারা যে হোটেলে উঠেছিলেন তা সম্মেলনস্থল থেকে মাত্র কয়েক শ’ গজ দূরে। ওই হোটেলে কে কি অবস্থায় আছেন তা দেখার বিষয় নয়। কে কি পরলেন বা না পরলেন অথবা খালি গায়ে চলাফেরা করলেন তাতে কারো কিছু যায় আসে না। মেক্সিকোর লস কাবোসের এ হোটেলটি নিয়ে এখন সমালোচনার শেষ নেই। খবরে বলা হয়েছে, ওই হোটেলে যে কেউ যান না কেন তার সঙ্গে থাকতে হবে একজন সঙ্গী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ওই হোটেলের ১৯ বছর বয়সী অভ্যর্থনা কর্মী ঝাক্সিরি। তিনি বলেছেন, সম্মেলন চলাকালে বাইরে ছিল কড়া নিরাপত্তা। ফলে অতিথিরা ছিলেন নিরাপদ। ঝাক্সিরি বলেন, এখানে প্রথম রাতে নেতারা সবাই বেশ স্বাচ্ছন্দ্যে ছিলেন। দ্বিতীয় রাতে সঙ্গীদের সঙ্গে মিলিত হন তারা। তৃতীয় বা চতুর্থ রাতে জামা-কাপড় খুলে সুইমিং পুলে নামতে শুরু করেন। এরই মধ্যে নতুন পরিবেশের সঙ্গে বেশ ভালো খাপ খাইয়ে নিয়েছেন সবাই।