স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি জামায়াত সন্ত্রাসীদের কুরুচিপূর্ন বক্তব্য, হত্যার হুমকি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।এদিন সকাল থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও আলাদাভাবে প্রতিবাদ-বিক্ষোভ করেছে। গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী এই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারি দলটির নেতারা।
এদিন সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে করে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। অনুষ্ঠান সঞ্চলনা করে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক তারিক সাঈদ। পরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পদক এবং মহানগর দক্ষিনের সভাপতি-সাধারণ সম্পাদক নেতৃত্ব দেন।
একইদিন সকালে শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ন বক্তব্য, হত্যার হুমকির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক লীগ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মতিয়া চৌধুরী। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। একইদিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর প্রবেশধার হিসেবেখ্যাত ডেমরা চৌরাস্তায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মশিউর রহমান মোল্লা সজল। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম মাসুদ, ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন,সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক আবুল বাশার, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন মোল্লা, ৬৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হানিফ তালুকদার,বাঁশেরপুল ৫নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম মানিক, ৭নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ হুমায়ুন,ডেমরা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ. রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ডেমরা,স্টাফ কোয়াটার হয়ে সারুলিয়া বাজারের চা পট্রি গিয়ে শেষ হয়। এ সময় গোটা এলাকায় যানজটের সৃষ্টি হয়। অপরদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হোসেন, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ,৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার মইনুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ শ্যামল প্রমুখ। শনিবার সকালে যাত্রাবাড়ি চৌরাস্তায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগ। এতে নেতৃত্ব দিয়েছেন যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকার। আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু, যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রব,যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান প্রমূখ। এছাড়াও দেশজুড়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।