আদালত চত্বর থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দেশের সব সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।
এর আগে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পালিয়ে যাওয়াদের ধরতে পুলিশের একাধিক ইউনিট মাঠে কাজ করছে। রাজধানীতে বাড়ানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
রবিবার (২০ নভেম্বর) সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। সরকার ব্যাপারটাকে গুরুত্ব (সিরিয়াসলি) দিয়ে দেখছে। তবে তদন্তের আগে বিশদ বলবার সুযোগ নেই।
মন্ত্রী বলেন, ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ার উন্নয়ন তথা নো ম্যানস ল্যান্ড ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। তাদের তাগিদ দেওয়া হয়েছে যেন এ নিয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হয়।