দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
১৫ নভেম্বর, বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়।
পৃথক ব্যানারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলী লীগ, জাতীয় শ্রমিক লীগের হাজারো নেতা-কর্মী আনন্দ মিছিলে অংশ নেন। ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে জিরো পয়েন্ট ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়।
এর আগে, সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।