বার্তা ৭১ ডটকম:সময়টা ২০১৭ সাল। তাসনিয়া ফারিণের ক্যারিয়ারের শুরুর দিকের ঘটনা। তখনই ‘দাহকাল’ নামে একটি সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। পরে ধ্রুব হাসান পরিচালিত এই সিনেমার শুটিং নানা কারণে বন্ধ হয়ে যায়। কয়েক বছর পর ফের কাজ শুরু হয়। নামেও আনা হয় পরিবর্তন। রাখা হয় ‘ফাতিমা’। শুটিং-সম্পাদনা শেষে শুক্রবার (২৪ মে) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
নতুন খবর হলো, ‘ফাতিমা’ এবার প্রদর্শিত হবে রেইনবো চলচ্চিত্র উৎসবে। আর সেখানে যোগ দিতে লন্ডনে যাচ্ছেন তাসনিয়া ফারিণ।
জানা গেছে, আগামী ২ জুন থেকে ৯ জুন পর্যন্ত চলবে রেইনবো চলচ্চিত্র উৎসব। ‘ফাতিমা’ দেখানো হবে সমাপনী দিন।
এর আগে ‘ফাতিমা’ সিনেমাটি ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। এতে ফারিণ ছাড়াও ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই, আয়শা মনিকাসহ আরও অনেকে অভিনয় করেছেন। অতিথি শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ ও শাকিল আহমেদ।