ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অফিস করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।
দুদক কর্মকর্তা এস এম মামুনুর রশীদের বিষয়ে আদেশে বলা হয়, তার বিরুদ্ধে ‘ধর্ষণ মামলার পলাতক আসামি অফিস করছেন দুদকে’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি নিয়মিত অফিস করছেন। এছাড়া তিনি দুর্নীতি দমন কমিশনের ক্ষমতার অপব্যবহার করে ভুক্তভোগীকে হেনস্তা করেছেন।
এছাড়া যৌতুকের জন্য মারপিট করে গুরুতর জখম করার অভিযোগে তার প্রাক্তন স্ত্রী ফারহানা ইয়াসমিন মিম নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ একটি মামলা দায়ের করেন।