বার্তা৭১ডটকমঃ ভালো চরিত্র পেলে সত্যিই আমি হিন্দি ছবিতে কাজ করতে চাই। ’সম্প্রতি এভাবেই হিন্দি ছবিতে কাজের আগ্রহ প্রকাশ করেছেন প্রখ্যাত ইতালীয় মডেল ও অভিনেত্রী মনিকা বেলুচ্চি। শিগগিরই ভারত আসতে চান বলেও জানিয়েছেন ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী।
সম্প্রতি মনিকা বেলুচ্চির কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁকে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরের ‘পানি’ চলচ্চিত্রে অভিনয়ের কোনো প্রস্তাব দেয়া হয়েছে কিনা, এ প্রসঙ্গে মনিকা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘১৯৯৪ সালে মুক্তি পাওয়া শেখর কাপুরের ব্যান্ডিট কুইন ছবিটি দেখেছিলাম। কিন্তু কখনোই তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব আমি পাইনি।’ কথা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘হিন্দি ছবি আমি অনেক পছন্দ করি। ভালো চরিত্র পেলে অবশ্যই আমি হিন্দি ছবিতে অভিনয় করব।’
মনিকা বেলুচ্চি তাঁর ভবিষ্যৎ ভারত সফর প্রসঙ্গে বলেন, ‘এখনো পর্যন্ত ভারত ভ্রমণের সুযোগ আমার হয়নি। তবে আশা করছি, শিগগিরই দেশটিতে যেতে পারব আমি
কয়লা ধুলে কি ময়লা যায়। কেন জানিনা খারাপ জিনিসের দিকে মানুষের ঝোক এত বেশী। জানি না কবে পুরা বলিঊডই একদিন পর্ন ফ্যাক্টরি হয়ে যায়।