বার্তা ৭১ ডট কমঃ থাইল্যান্ডের নিরিবিলি নিরালায় এক আঙুর বাগিচার রোদেলা সকাল। সমুদ্র কিনারের বাগিচার নির্জনে ক্যামেরা ধরছে লোনা হাওয়া আর মিঠে রোদের আদরে মগ্ন এক মুক্ত-স্নানের যাত্রীকে। সান্দ্রলয়ের আবহে মেয়েটি যেন নিজের সঙ্গে নিজেই লুকোচুরি খেলছে বিজনে। আর কখনও সখনও ডাকাতিয়া হাওয়ায় উলঢাল চুল সরিয়ে, মোহিনি মুদ্রায় সে আঙুল ছুঁয়ে দিচ্ছে বাগিচার ছায়া-লতা থেকে ঝুলন্ত সুমিষ্ট রসাল কালো আঙুরগুলি। বেশ বোঝা যায়, স্পর্শসুখের অনুভবে মেয়েটির দেহলতা কাঁপছে দ্বিধা থরো থরো!
কনডোম কম্পানির বিজ্ঞাপনের দৃশ্যে এই মোহময়ী যে সানি, এতদিনে তা জেনে গিয়েছেন দেশের তামাম জনতা। ইউ টিউবের সৌজন্যে এতদিনে অনেকে নিশ্চয় দেখেও ফেলেছেন ইন্দো-কানাডিয়ান ‘পর্ন স্টার’ এই যৌন-প্রতিমার শরীরি স্থাপত্য। সম লিঙ্গের যৌন দৃশ্যে পারঙ্গম মধ্য তিরিশের সানির কনডোমের বিজ্ঞাপনটির বেশ কয়েকটি ফরম্যাট ইউ টিউবের মাধ্যমে ছড়িয়েছে নেট দুনিয়ায়। সার্চ তালিকায় রয়েছে আনসেনসর্ড ভার্সনটিও। কনডোমের বিজ্ঞাপনটির পাশাপাশি একই কি-ওয়ার্ডে পাওয়া যাচ্ছে কনডোমের ব্যবহারবিধি নিয়ে সানির শোভন একটি ‘ডেমনস্ট্রেশন’।, সুপার লাইক, শেয়ার ও ডাউললোড হচ্ছে সেই ক্লিপিংটিও!সানি-র গ্যালারি সানির এদেশে এটি দ্বিতীয় কোনও বিজ্ঞাপন সংস্থার জন্য কাজ। এর আগে একটি মোবাইল সংস্থার জন্য শ্যুট করেছিলেন সানি। প্রথম বাণিজ্যিক বিজ্ঞাপনের কাজের পর টুইটও করেন। লেখেন, ‘এটাই আমার প্রথম কাজ। প্রথমবার বিজ্ঞাপনে নিজেকে দেখে খুব এক্সসাইটেড লাগল। আপনাদেরও নিশ্চয় ভাল লাগবে’। , তখনও সানি তিন তিন বার টুইট করেন কনডোমের বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে। ওই সংস্থার নাম করে লেখেন, ‘সারাদিন শ্যুট করে এবার বেশ ক্লান্ত। দিনের ধকল ফুরিয়ে তবুও, সারা শরীর মন জুড়ে আশ্চর্য ভাললাগা’। ‘এখন থাইল্যান্ড। জায়গাটা বেশ অন্যরকম। লোনা হাওয়া মেখে জলখেলায় দাপাদাপি করতে বেশ ভাল লাগছে’! সানির শরীরি বাঁক-উপবাঁককে মেপে তৈরি সুডৌল ‘সানি সেক্স ইনস্ট্রুমেন্ট’, ‘সানি লিওন এক্সাইটার ভাইব্রেটর’ যেমন ভারত ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে দারুণ জনপ্রিয়, ঠিক সেরকম এদেশেই গুগল-এ সানির জন্য রেকর্ড পরিমাণ সার্চ হয়| পঞ্জাবি পরিবারে জন্মানো একটি মেয়েকে নিয়ে এই কামনা-বাসনার ট্যুইট-রি-ট্যুইট, কমেন্টস-পালটা কমেন্টস্! এ যেন সানিকে শরীরি হিল্লোলের তপ্ত সান্নিধ্যে স্রেফ পেতে চাওয়া নয়, আঙুরবাগিচার নির্জনে তুলকালাম আদর দহনে পুড়তে পুড়তে গোপন, গহন সুড়ঙ্গে প্রবেশ!