ঢাকা : ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার আগে বাসাবাড়ি ও দোকানপাটে নিজ দায়িতে তালা দিতে এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্তা নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তিনি আরো বলেন দেশের অবস্থা খুব ভালো।
তিনি বলেছেন, ঈদের দীর্ঘ ছুটিতে অনেক মানুষ ঢাকা ছেড়ে যাবে। এ সময় নিরাপত্তার সমস্যা থাকে। এ জন্য সরকারিভাবে নিরাপত্তার ব্যবস্তা নেয়া হয়েছে। যারা বাসাবাড়ি বা দোকানপাট বন্ধ রেখে ঢাকার বাইরে যাবেন, তাদেরও ঠিকমতো তালা বন্ধ করে যেতে হবে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের সময়ের নিরাপত্তা ব্যবস্তা নিয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এ কথা বলেন। তিনি এ সভায় আরো বলেন, বর্তমানে দেশের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না। চাঁদাবাজি ও ছিনতাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। বাজার-পরিস্থিতিও অনেক ভালো। সব মিলিয়ে দেশের অবস্থা খুব ভালো। রাস্তাঘাটের কিছুটা দুরবস্থা ছাড়া আর কোনো সমস্যা নেই।
সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে ঢাকা শহরে র্যাবের দুই হাজার সদস্য টহল দিচ্ছেন। বাজার স্থিতিশীল করতে ১৪টি মনিটরিং টিম কাজ করছে। প্রয়োজনে এ সংখ্যা আরো বাড়ানো হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুশতাক আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, এফবিসিসিআইর পরিচালক হেলালউদ্দিনসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ঈদের ছুটিতে দেশের বাড়িতে গেলে অবশ্যই ঘরে তালা লাগিয়ে যাওয়ার জন্য রাজধানীর বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।