আমার এই জীবনটাতে
আমি খুব বেশী কিছু চাই নি ।
চেয়েছিলাম তুমি আমার পাশে থাকবে
মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ।
আমার এই চাওয়াতে
কোন ভুল ছিল কি না আজও
আমি জানি না ।
হয়তো আমি এখন ক্লান্ত এই
প্রশ্নের উত্তর খোঁজে খোঁজে । আর আমি এটাও
জানি এই প্রশ্নের উত্তর আমাকে কেউ দিবে না ।
জানো এই ভাবনা গুলো
আমার আকাশ কে মেঘে ডেকে দেয় ।
এই প্রশ্ন গুলো আমার সারারাত জাগা
গোপন কষ্ট যার এক একটা
অশ্রু ফোঁটা যে কি ভয়ংকর তা
বলে বোঝাতে পারবো না ।
আমি জানি না আমি কেন আজও তোমায়
মনে করি । আমি জানি না কেন আজও অশ্রু ঝরাই
নির্ঘুম রাত জেগে ।
কেন আমি পরাজিত হই কিছু অনুভূতির কাছে ।
কেন আজও মুক্তি নিতে
পারি না তোমার দেয়া কষ্ট গুলো থেকে ।
সত্যিই আমি জানি না আমার এই প্রশ্ন গুলোর উত্তর ।
তবে এত টুকু জানি আমি মুক্তি চাই আমার এই
জীবন থেকে । আমি আবার
আমার আমি হতে চাই
যেখানে ছিল না কষ্টের কোন চিহ্ন ।
যেখানে যন্ত্রণারা বিদ্রুপ করতো না ।
যেখানে হারানোরা অট্ট হাঁসি হাসত না ।
আমি সেই আমি তে যেতে চাই ।
তবে যদি না পারি
তুমি বোঝে নিও আমার এই হৃদয়ে
কতটা চাঁপা কষ্ট নিয়ে বেঁচে আছি ।
তুমি বোঝে নিও এখনও আমার বর্তমান
অতীতের কাছে বার বার হার মানে যায় ।
তুমি বোঝে নিও আমার প্রানের স্পন্দনে
এখনও তুমি আছো ঠিক যেমন টা ছিলে ।
valo :p