ঢাকা, ৮ নভেম্বর: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ড. মুহম্মদ ইউনূস দেশের ব্যাপারে বিদেশে অসত্য বলে বেড়াচ্ছেন। তিনিই আমাদের একমাত্র সমস্যা। তার কারণে আমাদের বিনিয়োগ কমে গেছে। আমার বিনিয়োগের অভাবে মরে যাচ্ছি।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলনকক্ষে ষষ্ঠ-পঞ্চবাষিক পরিকল্পনা(২০১১-১৫) বাস্তবায়ন-পরিবীক্ষণ ও মূল্যায়ন সম্পর্কিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অব.) এ কে খন্দকার বীর উত্তমের সভাপতিত্বে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।
অর্থনীতিতে নোবেলবিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উদাহরণ টেনে মুহিত বলেন, ‘তিনি বলেছেন, আমাদের অর্থনীতি ঠিক পথে আছে। অথচ ড. ইউনূস বলছেন, এর বিপরীত।’
একজন ব্যক্তি দেশের জন্য কিভাবে এতো বড়ো সমস্যা হতে পারেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘কারণ, তার(ইউনূস) দেশে-বিদেশে পাবলিসিটি আছে।’
তিনি আরো বলেন, ‘সরকার চায়, ইউনূস গ্রামীণব্যাংক থেকে সরে যান। কিন্তু তিনি নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসাবে আঁকড়ে ধরে আছেন।’