বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বিশ্রাম নিয়ে বেরিয়ে যাবার কয়েক মিনিট পর শুক্রবার রাতে ফেনী সার্কিট হাউজের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাত সোয়া দশটার দিকে এ ঘটনায় পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ঢাকা থেকে কক্সবাজারের রামু যাওয়ার পথে রাত ৯টায় বিশ্রাম নেয়ার জন্য ফেনী সার্কিট হাউজে যান। ঘণ্টাখানের বিশ্রাম শেষে বেরিয়ে যাবার প্রায় দশ-পনেরো মিনিট পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মায়নুল আফসার।
তিনি বলেন, “সার্কিট হাউজের গেইটের ঠিক সামনেই কে বা কারা ৫-৬টি ককটেল ফাটায়।”
এতে সদর থানার উপপরিদর্শক নাজিমউদ্দিন, গোয়েন্দা পুলিশের কনস্টেবল আরাধন চক্রবর্তী ও পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির নেতা কামাল উদ্দিনসহ অন্তত পাঁচ জন আহত হন।
পুলিশ সদস্যদের সদর হাসপাতালে এবং কামালকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা থেকেই সার্কিট হাউজ এলাকায় যুবদল ও ছাত্রদলের বিবাদমান দুটি পক্ষের সমর্থকরা সেখানে মিছিল করে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে তারা এক অন্যের দিকে তেড়ে গেলে রাত ৮টার দিকে পুলিশ কর্মীদেরকে সার্কিট হাউজ এলাকা থেকে বের করে দেয়।