ঢাকা : রাজধানীর হাজারীবাগের সনাতন বউবাজারে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনে পুড়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, আনুমানিক রাত আড়াইটার দিকে আগুন লাগে। আগুনে আশপাশের প্রায় চার হাজার ছোট-বড় খুপরিঘর পুড়ে যায়।
একটি ঘর থেকেই নয়জনের লাশ উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এর মধ্যে তিনটি শিশু রয়েছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করে আজ রোববার ভোর ছয়টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা বা মশার কয়েলের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।