ঢাকার অদূরে কেরাণীগঞ্জের শুভ্যাঢার শিশু পরাগ মন্ডল অপহরণের মূলহোতা আমির হোসেন ওরফে ল্যাংড়া আমিরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। এ সময় বন্দুকযুদ্ধে আহত হয় আমির। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। শুক্রবার গভীর রাতে টঙ্গির ভাড়া বাসা থেকে দ্বিতীয় স্ত্রী বিউটিসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ডিএমপি মিডিয়া সেন্টারে শনিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে এক ক্ষুদে বার্তা নিশ্চিত করা হয়েছে জনসংযোগ শাখা থেকে ।
আমিরের কাছ থেকে দু’টি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও ৮৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ভোর রাত থেকেই খবর ছড়িয়ে পড়ে ল্যাংড়া আমির ডিবি পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে। ভোরে ডিবির একটি সূত্র জানিয়েছিলো সে নিহত হয়েছে। পরে অপর এক সূত্র জানায়, সে গুরুতর আহত হাসপাতালে ভর্তি। শনিবার গভীর রাতে ক্রসফায়ারের ঘটনা ঘটার পর তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।