বাংলাদেশ ছাত্রলীগ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র তানভীর রহমান জয় এবং শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র সরকার মোহাম্মাদ রেজগত সঞ্জয় কে সাধারণ সম্পাদক করে জেলা ইউনিট মর্যাদায় এই কমিটি প্রকাশ করা হয় ।স্ট্যামফোড বিশ্ববিদ্যালয় ধানমণ্ডি শাখার আইন বিভাগের মেধাবী ছাত্র, সংগ্রামী ছাত্রনেতা ফাত্তাহ মোঃ নুরুল হুদা (রূপক) কে এই কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় । খবর পেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ ছুটে আসেন । এসময় ধানমণ্ডিতে এক বিশাল মিলনমেলা সৃষ্টি হয় ।
সুত্রে জানা যায়, কমিটি ঘোষণা করার আগ থেকেই ধানমণ্ডিতে
উত্তেজনা বিরাজ করছিল , ফাত্তাহ মোঃ নুরুল হুদা (রূপক) কে এই কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় এই উত্তেজনা আনন্দে পরিনত হয় ।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মানবতার জন্য উৎসর্গ-প্রান নেত্রী মাহফুজা বেগম এবং নবম সেক্টর মুক্তিযোদ্ধা কম্যান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ সিকদারের সন্তান ফাত্তাহ মোঃ নুরুল হুদা (রূপক), শিক্ষা-শান্তি-প্রগতি এই মন্ত্র কে লালন করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ব্যাপারে বরাবরই ছিলেন সোচ্চার। প্রতিভামণ্ডিত এই ছাত্রনেতা তার প্রানপ্রিয় দেশনেত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন আর সকল গনতন্ত্রপ্রেমি ও অসাম্প্রদায়িক ছাত্রসমাজকে সাথে নিয়ে জামায়াত-শিবির কে প্রতিহত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ কে পরিচ্ছন রাখার প্রত্যয় বাক্ত করেছেন ।
sobar jonno suvo kamona…nsu ar suvo ar jonno mon kharap