ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি পাস ও সাবসিডিয়ারী কোর্স পরীক্ষা বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সারাদেশের মোট ৬৪০টি কেন্দ্রে ১৫২২টি কলেজের প্রায় ৪ লাখ ৭০ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, প্রদত্ত সময়সূচি এবং এ পরীক্ষা সংক্রান্ত কোন সংশোধনী জারি করা হলে সঙ্গে সঙ্গেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।