ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের ধুবড়িতে বহ্মপুত্র নদে এক লঞ্চ ডুবিতে বহু লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখান থেকে একশো দশটি’র মতো মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন সেখানে আরো অন্তত একশোর মতো মানুষ নিখোঁজ রয়েছে। আসাম পুলিশের প্রধান জে এন চৌধুরী জানিয়েছেন, গোয়ালপাড়াগামী লঞ্চটিতে ৩৫০ জন ছিলেন। ১৫০ জনের মত যাত্রী প্রাণে বেঁচে গেছেন বলে জানাচ্ছেন তিনি। এদের হয় উদ্ধার করা গিয়েছে বা তারা সাঁতরে পাড়ে উঠেছেন বলে জানা গেছে। লঞ্চটি আসামের ধ্বুড়ী থেকে গোয়ালপাড়া যাচ্ছিল।
গুয়াহাটি থেকে সাড়ে তিনশ কিলোমিটার দূরে দুর্ঘটনা ঘটেছে। আচমকা ঝড়ো হাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগই বার্তা সংস্থা এ এফ পি.কে বলেছেন সেনাবহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে ও রাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয়েছে। সংবাদদাতারা জানাচ্ছেন, ওই স্থানটিতে প্রায় প্রতিবছরই একটি দুটি লঞ্চ দুর্ঘটনার ঘটনা ঘটে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বিবৃতিতে মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।