বার্তা৭১ ডটকমঃ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, জামায়াতে ইসলামী ধর্মের নামে ব্যবসা করে। তারা রাষ্ট্রদ্রোহী। এদের বাকরুদ্ধ করা যাবে না। এদের প্রতিহত করতে হবে।
বুধবার ওসমানী মিলনায়তনে আরবি ভাষায় মাসিক ইসলামী ফাইন্ডেশন -অভিসন্দন পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “সমাজ গঠন ও রক্ষা করতে সহনশীল হওয়ার প্রয়োজন। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এখানে রাজনৈতিক বিভাজন নেই। আলেমরা পারেন এসব ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করতে।”
তিনি বলেন, “কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস আমরা বিশ্বাস করি। এর মাধমেই সমাজের মানুষকে সহশীল করতে হবে। সমাজের মানুষকে সুন্দর পথ দেখাতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল, ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর আজিজুর রহমান প্রমুখ