বার্তা৭১ ডটকমঃ প্রতি বছরই থার্টিফার্র্স্ট নাইটকে ঘিরে বলিউড তারকাদের নিয়ে জমকালো আয়োজন করে থাকে বিভিন্ন সংগঠন, হোটেল ও ক্লাব। বিশেষ করে বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী ও আইটেম গার্লদের কদরই সবচেয়ে বেশি থাকে এসব আয়োজনে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যে থার্টিফার্স্ট নাইটে পারফর্মের জন্য বলিউডের শীর্ষ অভিনেত্রী ও আইটেম গার্লরা চুক্তিবদ্ধ হয়েছেন বিভিন্ন আয়োজনের জন্য। তবে সেদিক থেকে অনেকের চেয়ে সম্মানীর দিক দিয়ে এবার এগিয়ে আছেন সেক্সসিম্বল অভিনেত্রী মল্লিকা সারাওয়াত। এবার থার্টিফার্স্ট নাইটে তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি পার্টিতে পারফর্ম করতে যাচ্ছেন। আর এর জন্য তিনি সম্মানী পাচ্ছেন দেড় কোটি রুপি। এই পার্টিতে বলিউড ও আন্তর্জাতিক বেশ কিছু গানে পারফর্ম করবেন তিনি। এদিকে গত কয়েকটি থার্টিফার্স্ট নাইট ভারতের পাঁচ তারকা হোটেলে আকাশ ছোয়া সম্মানীতে পারফর্ম করেছেন মল্লিকা। গত বছর তিনি জুহুর একটি হোটেলে পারফর্ম করে প্রতি মিনিটে নিয়েছেন চার লাখ রুপি। সেদিক থেকে থার্টিফার্স্টের সবচেয়ে বেশি সম্মানীর বলিউড তারকা হিসেবেও আবির্ভূত হয়েছেন তিনি। বেশ কিছু হলিউড ছবিতে কাজ করে ভারতের বাইরেও এখন মল্লিকার চাহিদা বেশ। এদিকে বর্তমানে লস অ্যাঞ্জেলেসেই অবস্থান করছেন তিনি। অবসর কাটাতেই তিনি সেখানে গিয়েছেন। মধ্যে জানুয়ারিতে নতুন ছবির কাজ করতে আবারও ভারতে আসবেন তিনি। থার্টিফার্স্ট নাইটে লস অ্যাঞ্জেলেসে পারফর্ম প্রসঙ্গে মল্লিকা বলেন, আসলে গত কয়েকটি বছর আমি ভারতেই পারফর্ম করেছি। সেখানে আমি দর্শকদের রেসপন্স প্রাণ ভরে উপভোগ করেছি। তাই এবার খানিক ব্যতিক্রমতার জন্যই লস অ্যাঞ্জেলেসে থার্টিফার্স্ট উদযাপন করবো। অনেক বড় আয়োজনের একটি অনুষ্ঠান হচ্ছে এখানে। এখানে পারফরমের প্রস্তুতি নিচ্ছি এখন। আশা করছি ভাল একটি থার্টিফার্স্ট উদযাপন করতে পারবো এখানে।