বার্তা৭১ ডটকমঃ দুনিয়া কাঁপানো জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিরা ছেলে সন্তানের মা হয়েছেন। প্রেমিক জেরার্ড পিকে ও শাকিরা দম্পতির ঘর আলোকরে আসা এটি প্রথম সন্তান। প্রথম এ সংবাদটি জেরার্ড পিকে তার টুইটারের মাধ্যমে সবাইকে জানান। জেরার্ড পিকে টুইটারে লিখেন, ‘আমাদের সন্তান এখন আমাদের কাছে, আমরা খুবই খুশি, সবাইকে শুভেচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ’। বৃহস্পতিবার শাকিরা-পিকের এই সন্তানের জন্ম হয়। তবে এখনো নাম রাখা হয়নি প্রথম এ সন্তানের । শাকিরা আগামী এক বছর কোনো ধরনের স্টেজ শো- বা অন্য কোন প্রোগ্রামে অংশ নিবেন না বলেও জানিয়েছে তার স্বামী। তবে ঘরে বসেই গানের নিয়মিত চর্চা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পিকে। এভাবেই নতুন অ্যালবামের কাজও গুছিয়ে নেবেন বলে জানা যায়। দীর্ঘদিন ধরে ‘হিপস ডেন্ট লাই’খ্যাত কণ্ঠশিল্পী শাকিরা ও স্প্যানিশ খেলোয়াড় জেরার্ড পিকের প্রেমের সম্পর্ক চললেও তারা এখনো বিয়ে করেনি। তবে শাকিরা মা হওয়াতে ব্যাপক খুশি তার ভক্তরাও।