ঢাকা, ১ জানুয়ারি,(বার্তা৭১ ডটকম): সারাদেশে স্কুলে স্কুলে নতুন বইয়ের উৎসব শুরু হয়েছে। শিক্ষার্থীরা নতুন পাঠ্যক্রমের নতুন বই নিয়ে ঘরে ফিরছে। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ মঙ্গলবার ঢাকা রেসিডেন্সি য়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রীয়ভাবে বই বিতরণ কাজের উদ্বোধন করেন। এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন।
এর আগে সোমবার গণভবনে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধের জাগরণ গড়ে তুলতে হবে। সততা ও নিষ্ঠাবান করে তুলতে হবে। তিনি বলেন, আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবক ও দেশবাসিকে এগিয়ে আসতে হবে।
নূরুল ইসলাম নাহিদ বলেন, দেশের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে। যাতে করে যেকোনো পরিস্থিতি আমাদের শিক্ষার্থীরা নিজেদের তুলে ধরতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, আজ সারাদেশে শিক্ষার্থীরা খালি হাতে স্কুলে আসছে। ফিরছে বই নিয়ে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাহিদ বলেন, আমাদের স্বপ্ন তোমাদের পূরণ করতে হবে। আমরা যা করতে পারিনি তা তোমাদের করতে হবে। আমরা যেখানে ব্যর্থ হয়েছি সেখানে তোমাদের সফল হতে হবে।
এবার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে তিন কোটি আটষট্টি লাখেরও বেশি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হচ্ছে ছাব্বিশ কোটিরও বেশি বই। এরই মধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। প্রায় শতভাগ স্কুলে পৌঁছে গেছে নতুন বই। কখন স্কুলে যেতে হবে, তা জানিয়ে দেয়া হয়েছে শিক্ষার্থীদেরও।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার্থীদের নতুন বই দেয়ার চিন্তা ভাবনা শুরু হয়। ২০১০ সাল থেকে শুরু হয় এই কর্মযজ্ঞ। প্রথম বছর দেয়া হয় ১৯ কোটির বেশি বই। এরপর বছর বছর বেড়েছে বইয়ের সংখ্যা। বিনামূল্যে বই বিতরণ কাজ শুরুর পর থেকে স্কুলে বেড়েছে শিক্ষার্থীর সংখ্যাও। ২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে শিক্ষার্থী বেড়েছে বৃদ্ধির হার শতকরা ৩০ ভাগের বেশি। জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি মনে করে, শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনায় আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে বিনামূল্যে নতুন বই ভ’মিকা রেখেছে।
উল্লেখ্য, এবার প্রাথমিকে বই দেয়া হবে দশ কোটি ৭৮ লাখ ৬২ হাজার ৭১৪টি। মাধ্যমিকে ছাত্র-ছাত্রীরা পাবে ১১ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৩৩১ টি বই।
মাদ্রাসায় প্রাথমিক পর্যায়ে (ইবতেদায়ী) দেয়া হবে এক কোট ৭২ লাখ এক হাজার ৪০টি বই। মাদ্রাসায় মাধ্যমিক পর্যায়ে (দাখিল) এবার বই দেয়া হবে দুই কোটি পাঁচ লাখ ৯৫ হাজার ৫৪০। কারিগরিতে এবার বই দেয়া হচ্ছে ১৩ লাখ ২৮ হাজার ৪৮১টি।
কেবল দেশ না, বই দেয়া হচ্ছে বিদেশে বাংলাদেশ পরিচালিত স্কুলগুলোতেও। এরই মধ্যে সেখানে পৌঁছে দেয়া হয়েছে।
কোনো কারণে কেউ নতুন বই না পেলে স্কুলের মাধ্যমে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাতে বলেছে সরকার।
এ ছাড়া ই-বুকে (www.ebook.gov.bd) এবং এনসিটিবি’র ওয়েবসাইট (www.nctb.gov.bd) থেকেও বই ডাউনলোড করা যাবে।