বার্তা৭১ ডটকমঃ সরকারি মালিকানাধীন টেলিফোন কোম্পানি বিটিসিএলে চলছে মিটিং-মিছিল। সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত ওয়ার্ক চার্জ ও ক্যাজুয়াল কর্মচারিরা চাকুরি স্থায়ী করার দাবিতে চালিয়ে যাচ্ছে মিটিং-মিছিল। এর ফলে বিটিসিএলের প্রশাসনিক কার্যক্রমে চলছে চরম স্থবিরতা। কেউ কাউকে মানছে না। কর্মকর্তারা ভয়ে ভয়ে অফিস করছেন। না জানি কখন অপমানিত হন আন্দোলনকারীদের হাতে। পুরো প্রশাসন জিম্মি হয়ে পড়েছে। সাথে নতুন মাত্রা যোগ হয়েছে দুদক। দুদক আতঙ্কে ভুগছেন এক শ্রেণীর কর্মকর্তা । ইতোমধ্যেই ২৫ জন কর্মকর্তাকে দুদক অবৈধ ভিওআইপি’র বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে অনেক কর্মকর্তার দিন কাটছে।
অবৈধ ভিওআইপির মাধ্যমে ১০৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা পাঁচটি মামলার অন্যতম আসামী একেএম আসাদুজ্জামানকে ১৯ দিন রিমান্ডের পর নতুন করে আরো ৬ দিন রিমান্ডে নিয়েছে দুদক। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দুদক সূত্রে জানা গেছে।
এদিকে আরেক আসামী বিটিসিএলের সাবেক এমডি আবু সাইদ খানকে সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় তার বর্তমান কর্মস্থল টেলিফোন শিল্প সংস্থা থেকে প্রত্যাহার করেছে। এর আগে মন্ত্রণালয় আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে।
এ ব্যাপারে মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুব-উল-আলম জাস্ট নিউজকে জানান, আন্দোলনকারীদের দাবি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। ভারতের টেলিফোন বিভাগ ‘ডিওটি’র আদলে বিটিসিএলকে রূপান্তরের কাজ দ্রুত চলছে। এটা হয়ে গেলেই আর আন্দোলন করতে হবে না।
এদিকে বিটিসিএলের আরেকটি সূত্র জানায়, বর্তমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমানকে ‘অবৈধ ভিওআইপি’ সিন্ডিকেট তাদের স্বার্থে তাকে এমডি করেছে। এই সিন্ডিকেটের হয়ে তিনি এতদিন কাজ করলেও বর্তমানে ভালো লোক সাজার জন্য সব ফাইলে নানা ধরনের মতামত লিখে প্রশাসনের কাজ বিলম্বিত করছেন। এ ব্যাপারে তার বক্তব্য অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।
এদিকে অবৈধ ভিওআইপি মামলার পর দুর্নীতিবাজ সিন্ডিকেটে ভাঙন ধরেছে। লুটপাটের ঘটনায় ফেঁসে যাবার ভয়ে এ চক্রের অনেকেই নিজেদের মধ্যে যোগাযোগও বন্ধ করে দিয়েছেন। এই চক্র নিষ্ক্রিয় হয়ে যাবার মাত্র কয়েক দিনের ব্যবধানে আন্তর্জাতিক ফোন কল এক লাফে এক কোটি মিনিট বেড়েছে।
এ ব্যাপারে বিটিসিএলের সদস্য (রক্ষণাবেক্ষণ ও পরিচালনা) এসএম কলিমুল্লাহ জানান, গত এক মাস ধরে আন্তর্জাতিক ইনকামিং কল বৃদ্ধি পাচ্ছে। এতে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব বাড়ছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুনের দিকনির্দেশনায় অবৈধ ভিওআইপি’র বিষয়ে আমরা অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি তৎপর।
দুদকের জিজ্ঞাসাবাদে ডিজিএম আসাদুজ্জামান কার নাম ফাঁস করে দেন সেই আতঙ্কে অনেকেই প্রকাশ্যে তার অপকর্মের সমালোচনা করে সহকর্মীদের কাছে সাধু সাজার চেষ্টা করছেন।
বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, এতে তাদের পার পেয়ে যাবার সম্ভাবনা না থাকলেও দুর্নীতিবাজ সিন্ডিকেটে ফাটল ধরায় সরকার লাভবান হচ্ছে।
ওই কর্মকর্তার ভাষ্য, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফোন কল ছিল গড়ে আড়াই কোটি মিনিট। সমপ্রতি তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৩ কোটি মিনিটে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সাহিদুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।
বিটিআরসি সূত্রে জানা গেছে, অবৈধ পথে বিদেশ থেকে আসা ফোন কল বন্ধ করতে ‘সিম বঙ’ ডিটেকশনে ১০টি লজিক ব্যবহার করা হচ্ছে। ফলে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) প্রযুক্তি ব্যবহার করে অবৈধ কল আসার হার কমেছে। একই সঙ্গে ভিওআইপি সংশ্লিষ্ট দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর বৈধ পথে আসা আন্তর্জাতিক কল বেড়েছে।